Concrete_shrinkage(কংক্রিট সংকোচন
Concrete_shrinkage/ কংক্রিট সংকোচন
কংক্রিটের Shrinkage কংক্রিটের অন্তর্নিহিত ধর্ম বা এক ধরনের আচরণ। বিভিন্ন কারণে বিভিন্ন পর্যায়ে আদ্রতা হ্রাসের কারণে কংক্রিটে আয়তনের পরিবর্তন হয়ে সংকোচনের বিষয়টি পরিলক্ষিত হয়ে থাকে।
#বিভিন্ন_প্রকার_shrinkage
(a) Plastic Shrinkage.
(b) Drying Shrinkage.
(c) Autogeneous Shrinkage.
(d) Carbonation Shrinkage.
সম্পূর্ণ বিষয়টি অতি দীর্ঘ থাকায় আজ শুধু Plastic shrinkage নিয়ে আলোচনা করা হলঃ-
Plastic shrinkage কি, এর কারণ, প্রতিক্রিয়া এবং এর সমাধান নিম্নে আলোচিত হলঃ
#Plastic_shrinkage_এবং_এর_
কংক্রিট ঢালাইয়ের পরে কংক্রিট পৃষ্ঠ থেকে বাষ্পীভবন প্রক্রিয়ায় পানি বের হয়ে যাওয়ার মাধ্যমে Plastic shrinkage ঘটে থাকে।
এটার অন্য আরেকটি কারণ হল কংক্রিট তৈরীর কাজে ব্যবহৃত এগ্রিগেট শুষ্ক হলে ঢালাইয়ে প্রদত্ত পানির কিছু অংশ চুষে নেয় এবং কংক্রিটে পানিশূন্যতা তৈরীর মাধ্যমে Plastic shrinkage তৈরি করে।
যে সকল কংক্রিট ডিজাইনের ক্ষেত্রে পানি সিমেন্ট অনুপাত বেশি থাকে সে সকল ক্ষেত্রে ব্লেডিং এর মাধ্যমে পানি কনক্রিটের পৃষ্ঠে জমা হয় এবং শুকানোর সময় Plastic shrinkage সৃষ্টি করতে পারে।
#কনক্রিটের_Plastic_shrinka
এর ফলে কংক্রিট পৃষ্ঠ এবং কোন কোন ক্ষেত্রে অভ্যন্তরেও ফাটল দেখা দিয়ে থাকে, বিশেষ করে মেঝে, ফুটপাত এবং ছাদের ক্ষেত্রে, যেখানে সূর্য এবং শুষ্ক বাতাস এর আধিক্য বেশি থাকে এবং কংক্রিট পৃষ্ঠ যখন গভীরতার তুলনায় বেশি হয়, এক্ষেত্রে পৃষ্ঠটি খুব দ্রুত শুকিয়ে যায় এবং Plastic shrinkage জনিত ক্রাক তৈরি করে।
#Plastic_shrinkage_প্রতিরো
👉কংক্রিট ঢালাই এর পরে শুকানোর সময় এর পৃষ্ঠকে পলিথিন শিট দিয়ে ঢেকে রাখলে কংক্রিট পৃষ্ঠ থেকে বাষ্পীভবনে পানির বের হয়ে যাওয়া রোধ করা যাবে এবং এর মাধ্যমে Plastic shrinkage অনেকাংশে রোধ হবে।
👉যথাযথ পদ্ধতিতে কংক্রিট কে ভাইব্রেশন করতে হবে। একই স্থানে অধিক সময় ধরে ভাইব্রেশন করা হলে কংক্রিটের মধ্য থেকে পানি উপরে চলে আসে এবং কংক্রিটে সংকোচন জনিত ফাটল তৈরি করে।
👉কংক্রিট তৈরীর সময় কংক্রিট মিশ্রণে অ্যালুমিনিয়াম পাউডার ব্যবহার করা যেতে পারে।
👉কংক্রিট তৈরিতে পানি সিমেন্ট অনুপাত অবশ্যই যথাযথ রাখতে হবে।
🤝ধন্যবাদ🤝
No comments