কংক্রিটের_স্লাম্প_টেষ্ট
কংক্রিটের_স্লাম্প_টেষ্টে_ কোন_ধরনের_স্লাম্প_কি_নির্দ েশ_করে?
সাধারণত তিন ধরনের স্লাম্প হয়ে থাকে, নিম্নে এগুলো আলোচিত হলঃ
🏢ট্রু স্লাম্প(True slump)
ট্রু স্লাম্প বলতে খুবই কম ওয়াটার সিমেন্ট অনুপাতের কংক্রিট কে বুঝায়। এ ধরনের কংক্রিট সাধারণত কংক্রিটের রাস্তা নির্মানে ব্যবহার হয়ে থাকে।
🏢কলাপ্স স্লাম্প(collapse slump)
এটা কংক্রিট মিশ্রণে খুবই অধিক পরিমাণ ওয়াটার সিমেন্ট অনুপাতকে নির্দেশ করে। যে সকল নির্মানে একবারে High workability কংক্রিট প্রয়োজন সে ক্ষেত্রেই কেবল এটা উপযোগী। তবে কলাপ্স স্লাম কখোনো কখোনো কংক্রিট কে নির্মানে অনুপযোগীও নির্দেশ করে।
🏢শিয়ার স্লাম্প(Shear slump)
"শিয়ার স্লাম্প" সাধারণত এটাই নির্দেশ করে যে, এ কংক্রিট মিশ্রনটি সঠিক এবং নিয়মানুযায়ী তৈরি হয়নি, স্লাম্প টেষ্টে শিয়ার স্লাম্প হলে সেটা কংক্রিট কে ব্যবহার অনুপযুক্ত হিসেবে নির্দেশ করে, এ ক্ষেত্রে পুনরায় নতুন করে মিশ্রণ তৈরি করে স্লাম্প টেষ্ট করতে হবে।
ধন্যবাদ।
No comments