রডে মরিচা ধরার কারণ

রডে মরিচা ধরার কারণ

সমগ্র পৃথিবীতে প্রতিবছর যে সংখ্যক বিল্ডিং কলাপ্স হয় বা ভেঙে পড়ে তার মধ্যে প্রায় ৬০ শতাংশ বিল্ডিং ভেঙে পড়ে শুধুমাত্র কংক্রিট অভ্যন্তরে রেইনফর্সমেন্ট করোশন বা রডে মরিচা ধরার কারণে।
নির্মাণ সাইটে রড সংরক্ষন এবং ব্যবহার কালীল সময় নিম্নোদ্ধৃত বিষয়েগুলো অবশ্যই লক্ষ্য রাখা উচিৎ।
সাইটে রড সংরক্ষণের সময় মাচা তৈরি করে অপেক্ষাকৃত আবদ্ধস্থানে রড রাখতে হবে, কোনভাবেই সরাসরি মাটির উপরে রাখা যাবে না। রড কোনভাবে কাদা মাটির সংস্পর্শ পেলে রডে মরিচা তৈরি হবে যা রডের আয়ু বিনষ্টের জন্য অন্যতম দায়ী।
অবশ্যই রডকে পলিথিন পেচিয়ে ঢেকে রাখতে হবে,নয়তো বৃষ্টির পানি এবং বাতাসের আদ্রতার সংস্পর্শে রডে মরিচা তৈরি হতে পারে।
আরসিসি কংক্রিটে স্ট্রাকচার ভেদে সঠিক পরিমাণ এবং নিয়ম অনুযায়ী ক্লিয়ার কভার প্রদান করতে হবে। ক্লিয়ার কভার প্রয়োজনের তুলনায় কম দেওয়া হলে রডে আদ্রতা ঢুকে রডে মরিচা ধরার সম্ভাবনা তৈরি হয়।
প্রতিটি আর সি সি ঢালাইয়ের সময় ক্লিয়ার কভার সঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে।
ইটের আধলা বা ভাংগা ইটের টুকরাকে কখোনোই ক্লিয়ার কভারের জন্য ব্লক হিসেবে ব্যবহার করা যাবে না,কারন ইটে পানি চুয়ানোর যতেষ্ট প্রবনতা রয়েছে। তাছাড়া শক্তির দিক থেকেও ভিন্নতা রয়েছে।
ছাদের উপরের কলাম অনেক দিন গ্যাপ দিয়ে করা হলে কলামের রড ২০-২৪ ইঞ্চি উচ্চতায় কেটে অপেক্ষাকৃত দূর্বল কংক্রিট দিয়ে ঢালাই করে রাখা উচিৎ, নয়তো রডে মরিচা তৈরি হবে।
রড ব্যবহারের পূর্বে রডে কাদামাটি লেগে থাকলে তা পরিস্কার করে ব্যবহার করা উত্তম।
ধন্যবাদ

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.