রিবার কাপলার/কাপলার_জয়েন্ট/lapping





রিবার_কাপলার/ কাপলার_জয়েন্ট
আমাদের দেশে রডে সাধারণত "স্প্লাইসিং ল্যাপিং" ব্যাবহার করা হয়। কিন্তু রডের ডায়া যখন বেশি হয়, যেমন ৩২ মিমি বা তার ঊর্ধ্বের রডে "স্প্লাইসিং ল্যাপিং" সাধারণত কার্যকারী হয় না। তখন রিবার কাপলার ব্যাবহার করা হয়।
কাপলিং এর ক্ষেত্রে দুটি রডকে পরস্পর প্যাচ কেটে স্ক্রুর মত পিচ করে স্যনিটারির সকেট আকৃতির স্টিল দিয়ে তৈরী বস্তু দিয়ে সংযুক্ত করলে দুটি রড মুখোমুখি অবস্থান করে, এই সকেট আকৃতির বস্তুটির নামই কাপলার।
আমাদের দেশে তৈরি ভবন গুলোতে সাধারণত ৩২ মিমি'র চেয়ে বেশী ডায়া মিটােরর রড ব্যবহার হয় না, তাই এটার ব্যবহার আমাদের দেশে খুব একটা দেখা যায় না।
সুবিধাঃ
রড বেন্ড করার অতিরিক্ত ঝামেলা নেই।
বেন্ড করে ল্যাপিং দেয়া হলে ল্যাপিং স্থানে অনেক সময় ওভার রিইনফোর্সমেন্ট তৈরি হয়, যা কংক্রিট ক্রাকের আশংকা তৈরি করে।
স্প্লাইসিং ল্যাপিং" এ যে সকল ভুল হওয়ার আশংকা থাকে কাপলার ব্যবহারে সেটা সাধারণত হয় না।
স্টিলের পরিমান কম লাগবে, কাপলার জয়েন্টে অতিরিক্ত দৈর্ঘ্যর রড রাখতে হয় না।
ডিজাইনে ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়, কারন জয়েন্ট এর স্ট্রেন্থ সহজেই এনালাইসিস করা যায়।
দুই ধরনের মেকানিক্যাল কাপলার সাধারণত রিবার/রড জয়েন্টের জন্য ব্যবহার করা হয়।
১/থ্রেডেড কাপলার - এই ক্ষেত্রে কাপলারে থ্রেড করা থাকে যার ফলে রডে আলাদা ভাবে থ্রেড করা লাগেনা।
২/নন-থ্রেডেড কাপলার- এই ক্ষেত্রে রডে থ্রেড করে নিতে হয় কারন কাপলারে থ্রেড করা থাকেনা।
ধন্যবাদ

No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.