Piling


Cast in situ Pile


মনে করি পাইলটির ব্যাস 18", গভীরতা 60'-0".

পাইলটিতে উপর থেকে নীচ পর্যন্ত মোট 8 টি 16mm ব্যাসের রড ব্যাবহার করা হয়েছে। কাট অফ লেভেল আরোও 2'-0" ধরা আছে। 10mm রড দিয়ে স্পাইরাল এর কাজ করা আছে। প্রথম L/4 এবং শেষ L/4 এ স্পাইরালের স্পেসিং 4"C/C. বাকিটা 6"C/C ধরতে হবে। কভারিং আদর্শ পরিমান ধরে নিতে হবে আরকি।
@Civil Engineering: Our Passion

সমাধানঃ-
Estimate for 18"Dia Boring.
= 1x62'-0" = 62.00 Rft.
Estimate for RCC (1:1.5:3).
= 1x{(πx1'-6"x1'-6")/4}x62'-0" = 109.56 Cft.
Estimate for Reinforcement.
For 16mm Dia Main Rod.
= 8x62'-0" = 496.00 Rft.
= 238.57 Kg.
Lap = 8x2'-0" = 16.00 Rft.
= 7.69 Kg.
@Civil Engineering: Our Passion
For 10mm Dia Spiral.
= Nπ{(D+d)+8d}
= 152π{(1'-0"+0.032)+(8x0.032)}
= 152π(1.032+0.256) = 615.04 Rft. = 115.01 Kg.
Lap = 15x1'-0" = 15.00 Rft
= 2.80 Kg.
Total Rod = 364.00 Kg. = 3.64 Qntl
@[799051996869201:69:Civil Engineering\: Our Passion☑️]

এখানে বলা থাকে যে,
D = Core Dia = কভারিং বাদে লোহার খাচার বাহিরের ব্যাস।
d = স্পাইরাল রডের ব্যাস।
N = প্যাচ সংখ্যা। যেটা স্পেসিং এর সাপেক্ষে গড় করে বের করা হয়েছে। আপনাদের সাথে দুই একটা প্যাচ কম বেশি হতে পারে। তাতে সমস্যা নাই।

স্পাইরাল এর দৈর্ঘ্য বের করার জন্য সবগুলোর মান ও একক ফুট এ নেওয়া হয়েছে।




No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.