ম্যাট_ফাউন্ডেশন
ম্যাট_ফাউন্ডেশন
যখন বিল্ডিং এর সবগুলো কলাম কে একটি মাত্র ফুটিং দ্বারা সংযুক্ত করা হয় তখন তাকে ম্যাট বা র্যাফট ফাউন্ডেশন বলা হয়ে থাকে।
সাধারণত মাটির ভার বহন ক্ষমতা খুব কাছাকাছি না পাওয়া গেলে এবং সতন্ত্র ফুটিং ডিজাইনের ক্ষেত্রে বিল্ডিং এরিয়ার সিংহভাগ জায়গা সতন্ত্র ফুটিং কর্তিক দখলের সম্ভাবনা থাকলে এ ফাউন্ডেশন ডিজাইন করা হয়।
কাজ চলাকালীন লক্ষ্যনীয়ঃ
১. সর্ব প্রথম ড্রইং অনুযায়ী নির্দিষ্ট পুরুত্বের C.C. ঢালাই করতে হবে।
২. ৭-১০ দিন কিউরিং করতে হবে।
৩. রডের ডাবল জালি/নেট ব্যাবহার করা হলে, মাটির উর্দ্ধমূখী চাপের দরুন, নিচের নেটে লং বার নিচে শর্ট বার উপরে, উপরের নেটে শর্ট বার নিচে লং বার উপরে।
৪. দুইটি নেট ব্যাবহার করলে নেট দুটিকে পরস্পর পৃথক করার জন্য এদের মাঝে রিইনফোর্সমেন্ট চেয়ার ব্যাবহার করতে হবে।
৫. ল্যাপিং এর ক্ষেত্রে ড্রয়িং অনুসরন করতে হবে।
৬. প্রত্যেক পার্শ্বে ক্লিয়ার কভার ৩'' অথবা ড্রয়িং ফলো করতে হবে।
৬. বারগুলোর ডায়া এবং স্পেসিং চেক দিতে হবে।
৭. পাইলের রড বের হয়ে থাকলে তা কেটে দিতে হবে অথবা বেইজমেন্ট রডের সাথে বেকে দিয়ে কাস্টিং করা যেতে পারে।
৮. R.C.C. Wall থাকলে ওয়াল এর রড গুলো এবং রডের মাটাম ড্রয়িং অনুযায়ী চেক করতে হবে। ওয়াল এ দুইটি লেয়ার এ রড ব্যাবহার করার জন্য সেপারেটর দিতে হবে। অবশ্যই ফেসবার ব্যাবহার করতে হবে।
৯.ফাউন্ডেশন এবং কংক্রিট ওয়ালের জয়েন্টের স্থান সতর্কতার সাথে ঢালাই করতে হবে, যাতে কোনভাবে ভবিষ্যতে পানি চুয়ানোর সম্ভাবনা না থাকে।
১০. ঢালাইয়ের রেশিও ইঞ্জিনিয়ারের পরামর্শ বা ড্রইং অনুযায়ী ফলো করতে হবে।
১১.কলামের সেন্টার লাইন যথাযথভাবে চেক করে নিতে হবে।
১২. পুরুত্ব অনেক বেশি হলে কংক্রিট দুই লেয়ারে ঢালাই করতে হবে।
১২. ২১-২৮ দিন পর্যন্ত কিউরিং করতে হবে।
No comments