কিভাবে একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায়ঃ

কিভাবে একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যায়ঃ




একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হওয়া যেমন একজন ইঞ্জিনিয়ারিং পড়া শিক্ষার্থীর লক্ষ তেমনি সদ্য পাস করা ইঞ্জিনিয়ার বা প্রফেশনাল লাইফে কাজ করা ইঞ্জিনিয়ারের ও লক্ষ।
আমরা যদি একজন সফল সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ারে সফলতা অর্জন করতেে চাই তাহলে কিছু বিষয় মনের ভিতর গেথে রাখতে হবে। উল্লেখযোগ্য কিছু বিষয়ের উপর যদি আমরা দক্ষতা অর্জন করতে পারি তাহলে ক্যারিয়ারে আমরা সফল হতে পারবো ইন শা আল্লাহ। তাই নিচে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করা হলঃ
১. ড্রয়িং সম্পর্কে বিস্তারিত জ্ঞানঃ
ড্রয়িং কে বলা হয় ইঞ্জিনিয়ারদের ভাষা। একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার এর ড্রইং সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। ড্রয়িং দেখলেই একজন সিভিল ইঞ্জিনিয়ার কাজের সঠিক দিক নির্দেশনা পেয়ে যাবেন এবং সেই অনুযায়ী কাজটি পরিচালনা করবেন। সিভিল ইঞ্জিনিয়ারদের যদি ড্রয়িং বোঝার সমস্যা থাকে তাহলে সে যেমন কাজের সঠিক দিক নির্দেশনা দিতে পারবে না আবার কাজটি সঠিকভাবে বুঝে নিতে ও পারবে না। তাই একজন সিভিল ইঞ্জিনিয়ারের কলাম, বিম, স্লাব, ফাউন্ডেশন, লে-আউট, ইত্যাদি ড্রয়িংগুলোর বিস্তারিত জ্ঞান থাকতে হবে। তার ইঞ্জিনিয়ারিং ড্রইং সফটওয়্যার যেমন, অটো-ক্যাড সম্পর্ক জ্ঞান থাকা উচিত। এছাড়া ও ডিজাইন ও ডিজাইন সফটওয়্যার সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
২.বিল্ডিং ম্যাটেরিয়াল টেস্টঃ
একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার এর কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল টেস্টের উপর প্রপার নলেজ থাকা উচিৎ। যেমন বালুর F.M ,কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট, রেইনফোর্সমেন্ট এর টেনসাইল স্ট্রেন্থ, বিটুমিন টেস্ট ইত্যাদি।
৩.কোয়ালিটি কন্ট্রোলঃ
একজন সিভিল ইঞ্জিনিয়ারের সব সময় চেষ্টা করতে হবে একটা বিল্ডিং এর অতিরিক্ত খরচ কমানো। সেই সাথে তার বিল্ডিং কন্সট্রাকশন এর কোয়ালিটি যাতে ঠিক থাকে সেই ব্যাপার খেয়াল রাখতে হবে। আমাদের লোকাল একটা ধারণা আছে যে ইঞ্জিনিয়াররা খরচ বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের প্রমাণ করতে হবে এবং বাড়ির মালিকদের কাছে আস্থার জায়গা তৈরি করতে হবে যে, ইঞ্জিনিয়াররা বিল্ডিং এর খরচ বাড়িয়ে দেয় না বরং কমিয়ে দেয়।
৪.এস্টিমেশন এবং বিলঃ
এস্টিমেট করা এবং বিল করা সিভিল ইঞ্জিনিয়ারদের অন্যতম দায়িত্ব। সুতরাং একজন সিভিল ইঞ্জিনিয়ার এর এস্টিমেট করা এবং বিলের পরিমান নির্ধারণ করার বিষয়ে বিস্তারিত জ্ঞান থাকতে হবে। যেমন, রেইনফোর্সমেন্ট এর বার সিডিউল এর মাধ্যমে, রেইনফোর্সমেন্ট এর প্রকৃত দৈর্ঘ্য, ওজন, সংখ্যা সহজেই জানা যায়।
৫.কনস্ট্রাকশন কাজের স্ট্যান্ডার্ড কোড জানাঃ
কনস্ট্রাকশন কাজে সিভিল ইঞ্জিনিয়ারিং এ কিছু আন্তর্জাতিক কোড ব্যবহার করা হয়ে থাকে যেমন, A.C.I, A.S.T.M। আবার প্রতিটা দেশ নিজস্ব কোড ও ব্যবহার করে। বাংলাদেশ এ বিল্ডিং ডিজাইন এর জন্য ব্যবহার করা হয় B.N.B.C। এই কোডগুলো সম্পর্কে একজন সিভিল ইঞ্জিনিয়ার এর বিস্তারিত জ্ঞান থাকতে হবে। এছাড়া ও সেট ব্যাক রুল ও F.A.R সম্পর্কে ও জ্ঞান থাকা প্রয়োজন।
৬.ইনভেস্টিগেশন অফ সয়েলঃ
কনস্ট্রাকশন কাজ শুরুর আগে বেশিরভাগ সয়েল টেস্ট পরিচালিত হয়, মাটির সেটেলমেন্ট এবং স্ট্যাবিলিটি পরীক্ষা করার জন্য। একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ার এর কনস্ট্রাকশন সাইটে কিভাবে এই পরীক্ষাগুলো করা হয় সে সম্পর্কে বিস্তারিত জ্ঞান থাকতে হবে।
৭.কনস্ট্রাকশন ইকুইপমেন্টঃ
কনস্ট্রাকশন সাইটে অনেক ধরনের কনস্ট্রাকশন ইকুইপমেন্ট ব্যবহৃত হয়। যেমন মিক্সার মেশিন, ভাইব্রেটর মেশিন, এক্সকাভেটর, ক্রেন ইত্যাদি। একজন সিভিল ইঞ্জিনিয়ার কে কনস্ট্রাকশন ইকুইপমেন্ট সমূহের অপারেশন সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
৮.সার্ভে ইন্সট্রুমেন্ট এর ব্যবহারঃ
সার্ভেয়িং এর মাধ্যমে একটা প্রকল্পের কাজ শুরু হয়। তাই সিভিল ইঞ্জিনিয়ারদের সার্ভে ইকুইপমেন্ট সম্পর্কে ও জ্ঞান থাকতে হবে। যেমন টোটাল স্টেশন, থিওডোলাইট, জিপিএস ইত্যাদি। সার্ভে ইন্সট্রুমেন্টের ব্যবহারের ক্ষেত্র এবং অপারেশন জানা একজন সিভিল ইঞ্জিনিয়ার এর জন্য খুবই গুরুত্বপূর্ন।
৯.লেবার পরিচালনাঃ
একজন দক্ষ সিভিল ইঞ্জিনিয়ার এর লেবার পরিচালনা জ্ঞান থাকা অপরিহার্য। একজন সিভিল ইঞ্জিনিয়ার মিনিমাম একটা সাইটের প্রধান। সুতরাং একটা সাইট তাকেই পরিচালনা করতে হয়। সাইটের সকল সুযোগ-সুবিধা ও সেফটি দেখতে হয়। একজন সিভিল ইঞ্জিনিয়ার যেমন একজন ম্যানেজার ঠিক তেমনি একজন লিডার। তার মাধ্যমেই কনস্ট্রাকশন কাজ পরিচালিত হয়। সুতরাং একজন সিভিল ইঞ্জিনিয়ারের লেবার পরিচালনা জানতে হবে।
১০.সেফটি নিশ্চিতকরনঃ
একজন সিভিল ইঞ্জিনিয়ারকে কনস্ট্রাকশন সাইট এর সেফটি নিশ্চিত করতে হবে। একটু অসাবধানতার জন্য বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। যা কিনা যান এবং মালের উভয়ই ক্ষতির কারণ হয়। সুতরাং সাইটে সকলের সেফটি ম্যাটেরিয়ালস ব্যবহার এবং সাবধানতা সম্পর্কে একজন সফল ইঞ্জিনিয়ারের জ্ঞান থাকা আবশ্যক।





No comments

Theme images by compassandcamera. Powered by Blogger.