Estimate_For_Stair_Tiles.
Estimate_For_Stair_Tiles.
তথ্য সমূহঃ- ধরে নেওয়া যাক,
সিড়ির ট্রেড = 10"
রাইজ = 6",
কক্ষের উচ্চতা = 10'-0".
2 টি ল্যান্ডিং এর আকার = 5'-0"x8'-6".
প্রতিটি ফ্লাইট এর চওড়া = 4'-0", মাঝে 6" গ্যাপ থাকবে।
সিড়িটি দুই ফ্লাইটে ডগলেগড হিসাবে ডিজাইন করা।
সিড়ির ট্রেড = 10"
রাইজ = 6",
কক্ষের উচ্চতা = 10'-0".
2 টি ল্যান্ডিং এর আকার = 5'-0"x8'-6".
প্রতিটি ফ্লাইট এর চওড়া = 4'-0", মাঝে 6" গ্যাপ থাকবে।
সিড়িটি দুই ফ্লাইটে ডগলেগড হিসাবে ডিজাইন করা।
সমাধানঃ- 10'-0" কক্ষের ফ্লোর টু ফ্লোর উচ্চতা হলে ডগলেগড সিড়ির বেলায় দুইটি ফ্লাইট হবে। আর প্রতিটি ফ্লাইটের উচ্চতা হবে = 10'-0"/2 = 5'-0".
তাহলে রাইজ হবে প্রতি ফ্লাইটে = 5'-0"/6" = 10 টি।
ট্রেড হবে প্রতি ফ্লাইটে = 10-1 = 9 টি।
এখন মোট রাইজ হবে = 2x10 = 20 টি।
মোট ট্রেড হবে = 2x9 = 18 টি।
তাহলে রাইজ হবে প্রতি ফ্লাইটে = 5'-0"/6" = 10 টি।
ট্রেড হবে প্রতি ফ্লাইটে = 10-1 = 9 টি।
এখন মোট রাইজ হবে = 2x10 = 20 টি।
মোট ট্রেড হবে = 2x9 = 18 টি।
এখন টাইলসের কাজের হিসাব হবেঃ-
2 টি ল্যান্ডিং এর জন্য
= 2x8'-6"x5'-0"
= 85.00 Sft.
রাইজ এর জন্য মোট
= 20x4'-0"x0'-6"
= 40.00 Sft.
ট্রেড এর জন্য মোট
= 18x1'-0"x4'-0"
= 72.00 Sft.
তাহলে মোট টাইলসের কাজ হবে = 197.00 Sft.
= 18.30 Sqm.
বিবেচ্য বিষয় হলো, যদিও ট্রেড এর সাইজ 10", কিন্তু সেখানে টাইলস লাগানোর সময় 1'-0"x1'-0" সাইজের টাইলস লাগাতে হয়।
@Civil Engineering: Our Passion
2 টি ল্যান্ডিং এর জন্য
= 2x8'-6"x5'-0"
= 85.00 Sft.
রাইজ এর জন্য মোট
= 20x4'-0"x0'-6"
= 40.00 Sft.
ট্রেড এর জন্য মোট
= 18x1'-0"x4'-0"
= 72.00 Sft.
তাহলে মোট টাইলসের কাজ হবে = 197.00 Sft.
= 18.30 Sqm.
বিবেচ্য বিষয় হলো, যদিও ট্রেড এর সাইজ 10", কিন্তু সেখানে টাইলস লাগানোর সময় 1'-0"x1'-0" সাইজের টাইলস লাগাতে হয়।
@Civil Engineering: Our Passion
এখন কতটুকু টাইলস কিনবেনঃ-
ট্রেড এর জন্য আলাদা করে কিনতে হবে 5% অতিরিক্ত সহ হিসাব হবে
=1.05x{72/(1'-0"x1'-0")} = 75.6 টি।
= 76 টি।
ল্যান্ডিং ও রাইজ এর জন্য মোট টাইলস কিনতে হবে = (85+40)/(1'-0"x1'-0") = 125 টি।
5% অতিরিক্তসহ মোট কিনতে হবে
= 1.05x125 = 132 টি (প্রায়).
ট্রেড এর জন্য আলাদা করে কিনতে হবে 5% অতিরিক্ত সহ হিসাব হবে
=1.05x{72/(1'-0"x1'-0")} = 75.6 টি।
= 76 টি।
ল্যান্ডিং ও রাইজ এর জন্য মোট টাইলস কিনতে হবে = (85+40)/(1'-0"x1'-0") = 125 টি।
5% অতিরিক্তসহ মোট কিনতে হবে
= 1.05x125 = 132 টি (প্রায়).
হিসাব দাড়ালো তাহলে,
ট্রেড এর জন্য 1'-0"x1'-0" সাইজের = 76 টি টাইলস।
অন্যান্য কাজের জন্য একই সাইজ = 132 টি টাইলস।
ট্রেড এর জন্য 1'-0"x1'-0" সাইজের = 76 টি টাইলস।
অন্যান্য কাজের জন্য একই সাইজ = 132 টি টাইলস।
No comments